ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, মহিলা মাদরাসার পরিচালক গ্রেপ্তার

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৩:১৪ পিএম


loading/img

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. এমদাদুল হক (৪৫) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মহিলা মাদরাসার পরিচালক।

বিজ্ঞাপন

জানা গেছে, এমদাদুল গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনার পরপরই শিশুর বাবা থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে এমদাদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |