ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মন্দিরে ফের ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ , ০৯:০৬ পিএম


loading/img
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান এ আদেশ জারি করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই মন্দিরের জমি নিয়ে সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। 

বিজ্ঞাপন

দুর্গাপূজার সময় এলে জেলা প্রশাসন বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১৪ বছরেও এর সমাধান হয়নি। এ বছরও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ৩০ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |