ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

১৫ বছর পর নিজ বাড়ি থেকে ফাঁসির আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ , ১২:১৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ১৫ বছর পর হাবিবুর রহমান বাবু নামে এক ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান ফদিরপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া মহল্লার মোতালেব মির্জার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০০৭ সালের একটি মামলায় হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক। ফাঁসির দণ্ডাদেশ নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। তথ্য পেয়ে শুক্রবার ফরিদপুরে নিজে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |