ফরিদপুরে ১৫ বছর পর হাবিবুর রহমান বাবু নামে এক ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান ফদিরপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া মহল্লার মোতালেব মির্জার ছেলে।
পুলিশ জানায়, ২০০৭ সালের একটি মামলায় হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক। ফাঁসির দণ্ডাদেশ নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। তথ্য পেয়ে শুক্রবার ফরিদপুরে নিজে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।