দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সোনামুখি এলাকার মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্পাড়া এলাকার কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও সাখাওয়াত হোসেন চৌধুরী (২৮)। সম্পর্কে তারা দুই ভাই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৭ ফেব্রুয়ারি একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বাবুল চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ দিন নিহত মতিয়ার রহমান (৫০) তার জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। পরে দুপুরে আনোয়ার হোসেন তার শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন নিয়ে ওই জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। আক্রমণকারীদের দেখে জামাই আনোয়ারসহ অন্য লোকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। কিন্তু শ্বশুর মতিয়ার রহমানকে ধরে ফেলেন হামলাকারীরা। এ সময় হামলাকারীরা দা দিয়ে কোপাতে থাকেন মতিয়ার রহমানকে। এতে মতিয়ার রহমানের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের মেয়ে বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে খুন হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি বাবলু চৌধুরীকে (৬৫) আটক করা হয়েছিল।
আরটিভি/এএএ-টি