রাজধানীর কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর পুলিশি হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এলাকার লিচু মিয়া সুপার মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
ব্যবসায়ীরা জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে নির্ধারিত স্থানে থাকা ব্যবসায়ীদের দোকানপাটে আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান করেছে থানা পুলিশ। উচ্ছেদ করে দেওয়ায় কর্মসংস্থান বন্ধ হয়ে পথে বসে গেছেন তারা। জনগণের চলাচলের জন্য ফুটপাত দখল না করে এক্সপ্রেস সড়কের পাশে খালি জায়গায় রাতের বেলায় খাবারের দোকান করে জীবিকা চালান তারা। উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ করেন তারা।
উচ্ছেদের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান বলেন, কোনও উচ্ছেদ করা হয়নি। সরকারি জায়গা দখল করে দোকান করছিল যারা তাদের মাইকিং করে সরে যেতে বলা হয়েছে। দোকানগুলো স্থানীয় এলাকাবাসী, পথচারী ও শিক্ষার্থীদের অসুবিধার কারণ বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর সুবিধার জন্যই তাদের সরানো হয়েছে। পুলিশের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। মানববন্ধনের নামে দুষ্ট লোকদের অযৌক্তিক দাবি মূল্যহীন।