ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সাবেক স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ , ০৮:২৫ পিএম


loading/img

টাঙ্গাইলের দেলদুয়ারে রাশেদ মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রী সোনিয়া আক্তারকে (২৫) গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ অক্টোবর) উপজেলার পাথরাইল এলাকায় এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার উপজেলার পাথরাইল এলাকার সুরুজ মিয়ার মেয়ে। অভিযুক্ত রাশেদ মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার সুরুজ মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে একই এলাকার রাশেদ মিয়ার বিয়ে হয়। স্বামী মাদকাসক্ত হওয়ায় বিয়ের দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে রাশেদ মিয়া সোনিয়ার ক্ষতি করার চেষ্টা করে আসছিল। রোববার দিবাগত রাতে রাশেদ মিয়া সোনিয়ার ঘরে গিয়ে গলায় ছুরি দিয়ে আঘাত করে। সোনিয়ার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে রাশেদ পালিয়ে যায়। আহত অবস্থায় সোনিয়াকে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

আহত সোনিয়া আক্তার বলেন, রাশেদ মধ্যরাতে ঘরের দরজা ভেঙে আমার গলায় ছুরি মারে। এ সময় স্বজনরা এগিয়ে এসে আমার প্রাণ রক্ষা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

সোনিয়ার বাবা সুরুজ মিয়া বলেন, রাশেদ মাদকাসক্ত হওয়ায় পাঁচ বছর আগেই আমার মেয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। তখন আমার মেয়ে গর্ভবতী ছিল। এরপর থেকেই আমার বাড়িতে মেয়ের বাচ্চাসহ লালন-পালন করছি। এখন আমার মেয়েকে হত্যা করার জন্য রাশেদ পাগল হয়ে গেছে। 

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, বিষয়টি শুনেছি তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |