ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাকে ১০০ বার জুতাপেটা করল দুই ছেলে ও পুত্রবধূ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ নভেম্বর ২০২২ , ১০:৪৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে মাকে ১০০ বার জুতাপিটা করার অভিযোগ উঠেছে দুই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রোববার (১২ নভেম্বর) হারতা ইউনিয়নের চেয়ারম্যান অমল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের কালবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে মা-বাবাকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

আহত মা সরস্বতী মণ্ডল (৬০) ওই গ্রামের বিষেশ্বর মণ্ডলের স্ত্রী। তিনি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা হলেন, দুই ছেলে শ্যামল মণ্ডল, অমল মণ্ডল ও অমল মণ্ডলের স্ত্রী মুক্তা মণ্ডল। এর আগের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ায় শনিবার সন্ধ্যায় পুনরায় বেধড়ক পিটিয়েছে তারা।

বিজ্ঞাপন

২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার কৃষ্ণ কান্ত বাড়ৈ জানান, দুই ভাই প্রায় মা-বাবাকে মারধর করে। এর আগেও মারধর করেছে। আমি আর চেয়ারম্যান ওদের মিলিয়ে রাখতে চেষ্টা করেছি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মারধরের ভিডিও দেখে আমি স্থির থাকতে পারিনি। এভাবে মাকে জুতাপেটা করা কেউ সহ্য করবে না। 

হারতা ইউনিয়নের চেয়ারম্যান অমল মল্লিক জানান, দুই ছেলের মারধরের ঘটনায় স্বামী-স্ত্রী ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। এ সময় দুই ছেলেকে নোটিশ করা হয়। পরে একই দিন দুই ছেলেকে ডেকে শুনানির দিন ধার্য্য করা হয়। অভিযোগ দেওয়ায় দুই ছেলে মাকে পিটিয়েছে। পরে শনিবার এ খবর পেয়ে সন্ধ্যার পর লোকজনের মাধ্যমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মা জানান, বড় ছেলে অমল মণ্ডলের স্ত্রীর সঙ্গে ছেলে বিমল ও শ্যামল মণ্ডলের অবৈধ মেলামেশা আছে। এ নিয়ে তাদেরকে সতর্ক করা হয়। তাতে মারধর করে আমাদের। মারধরের বিচার চেয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে শনিবার সন্ধ্যায় আমাকে টেনে বাড়ি থেকে বেড় করে দিয়ে ১০০ জুতাপিটা করে’। 

বিজ্ঞাপন

এ বিষয়ে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |