ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

গলাচিপায় পেট্রোল বোমা, আতঙ্কে মানুষ 

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ , ১০:০৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও তিনটি পেট্রোল বোমা ও লাল স্কচটেপ মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টায় গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। 

গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিলন মিয়া বলেন, রাতে অফিসে বসে কাজ করছিলাম। রাত দশটার দিকে তিন বার বিকট শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছি বিদ্যুতের কিছু একটা বাস্ট হয়েছে। পরে শব্দগুলো সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেই। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে ককটেল সদৃশ চারটি বস্তু ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল বালতির পানিতে চুবিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা এঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |