ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ , ০৫:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৬৭) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জহুরুল ইসলাম উপজেলার সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীগঞ্জ বাজারে কীটনাশক ও সারের দোকান রয়েছে জহুরুলের। দুপুরে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের ধারে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |