ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কারাতেতে স্বর্ণপদক জিতলেন ইবির তানজিনা

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ ডিসেম্বর ২০২২ , ০১:২৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০২২ এ স্বর্ণপদক অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস তানজিনা। 

বিজ্ঞাপন

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকার গুলিস্তানের ব্যাডমিন্টন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তানজিনা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জুডু অ্যান্ড কারাতে ক্লাব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পরাজিত করে সিনিয়র ৫০ কেজি (মহিলা) কুমিতে ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এতে কারাতেবিষয়ক বাংলাদেশের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন। 

এ প্রতিযোগিতায় মার্শাল আর্ট সায়েন্স (এমএসএ) টিম তিনটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও নয়টি তাম্রপদক অর্জন করেন। তানজিনা এমএসএ টিমের হয়েই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে তানজিনা বলেন, সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কোনো প্রস্তুতি ছাড়া নেমে এতো ভালো অর্জন পেয়ে যাবো ভাবিনি। এই অর্জন সামনের জাতীয় প্রতিযোগিতার অনুপ্রেরণা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তানজিনা ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট অ্যান্ড সাইন্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। ইবিতে মেয়ে শিক্ষার্থীদের প্রথমবারের মতো কারাতে, মার্শাল আর্ট বা সেলফ-ডিফেন্সের প্রশিক্ষণ শুরু করেন তিনি। তানজিনা বাংলাদেশ কারাতে কনফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক, সিনিয়র খেলোয়াড়। এর আগে জাতীয় পর্যায়ে তিনবার স্বর্ণপদক প্রাপ্ত। এ ছাড়া তিনি বাংলাদেশ কারাতে কনফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট ফাস্ট ড্যানের অধিকারী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |