ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ , ০৯:২৬ পিএম


loading/img

চট্টগ্রাম নগরের খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির ছেলে জাহিদুল ইসলাম আয়ান। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে শিশু আয়ান উল্টে নিচে পড়ে যায়। এ সময় সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।  

এদিকে শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জানাযায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, ভবনটির পাঁচ তলার ওপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |