ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভূঞাপু‌রে খাদ‌্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ১০:৪৩ এএম


loading/img
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপু‌রে সরকারের খাদ‌্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের ধুব‌লিয়ায় বাবুল না‌মের এক ডিলারের গোডাউন থেকে চালগুলো জব্দ ক‌রেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যো‌তি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধ‌রে কুঠিবয়ড়া গ্রামের আকবর হো‌সে‌নের ছে‌লে বাবুল সরকারি চাল কেনা-বেচা করে আসছিল। সরকারের বিভিন্ন খাদ‌্যবান্ধব কর্মসূচির চাল কিনে মজুদ ক‌রে রাখত। প‌রে সেখান থেকে ট্রাকে দেশের বিভিন্ন ডিলার‌দের কাছে বিক্রি করত।

বিজ্ঞাপন

উপজেলার ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন, এখানে সরকারি চাল কা‌লোবা‌জা‌রি হয় জানা ছিল না। গরীব মানুষকে ঠকিয়ে সে চালের ব্যবসা করছে। চাল জব্দ করায় প্রশাসন‌কে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ডিলারের শাস্তি দাবি করছি।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন জানান, ঘটনাস্থল থেকে সরকারের খাদ‌্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ করা হ‌য়ে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |