ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া(উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ , ০৫:৫৬ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া থেকে ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জানুয়ারি) আখাউড়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাছ থেকে এ মর্টারশেলটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশ থেকে আবু তাহের মিয়া মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময়ের ওই পরিত্যক্ত মর্টারশেল দেখতে পায়। পরে জানাজানি হলে আখাউড়া থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, শনিবার বিকেলে খবর পেয়ে সেখান থেকে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |