• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আখাউড়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া(উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬
আখাউড়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া থেকে ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) আখাউড়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাছ থেকে এ মর্টারশেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশ থেকে আবু তাহের মিয়া মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময়ের ওই পরিত্যক্ত মর্টারশেল দেখতে পায়। পরে জানাজানি হলে আখাউড়া থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, শনিবার বিকেলে খবর পেয়ে সেখান থেকে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনিয়ে নেওয়া শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার
কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, ১০৪ ভরি স্বর্ণ উদ্ধার
আত্মগোপনে ইউপি চেয়ারম্যানরা, স্থবির সেবা কার্যক্রম