ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১১ এএম


loading/img

নওগাঁর ধামইরহাট উপজেলায় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্ৰামের জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

১৪-বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাতে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে কিছু কষ্টিপাথরের মূর্তি জমা করে রাখে পাচারকারীরা। এমন খবরে কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় দুটি নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। এর একটির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। অপরটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |