ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:০৫ এএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় অ্যালকোহল পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 

মৃত ব্যক্তিরা হলেন, মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধীনে পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা মৃত গোকুল রায়ের ছেলে বাকপ্রতিবন্ধী তাপস রায় (৪৫) এবং একই মহল্লার কৃষ্ণ দাসের ছেলে স্বপন দাস (৩৫)। স্বপন মধুখালী বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত। তাপস রায় কোনো কাজ করতেন না। তিনি অবিবাহিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তাপস নিজ বাড়িতে ও এর প্রায় চার ঘণ্টা পর স্বপন বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

স্থানীয়রা জানান, অ্যালকোহল পানের কারণে বিষক্রিয়ায় স্বপন ও তাপসের মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিবারের লোকজন জানিয়েছে অ্যালকোহল জাতীয় কিছু সেবন করে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |