ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাসচাপায় বিএনপি নেতা নিহত, হাসপাতালে স্ত্রী-সন্তান

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ০২:৩৮ পিএম


loading/img

নেত্রকোণার আটপাড়া উপজেলার মাটিকাটা বাগরা এলাকায় বাসচাপায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী-মেয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন বেলা ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম নান্টু মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আহত স্ত্রী ও মেয়ের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নান্টু বৃহস্পতিবার সকালে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে মদন থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে ছুটে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নান্টুসহ স্ত্রী-সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী-সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |