ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

মাগুরা প্রতিনিধি

বুধবার, ০৮ মার্চ ২০২৩ , ০৮:৩৭ এএম


loading/img

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হাতে আলামিন শেখ (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বালিদিয়া মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন শেখ বালিদিয়া গ্রামের সামসু শেখের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সুয়েল শেখ তার চাচাতো ভাই আলামিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হন। পরে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |