মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হাতে আলামিন শেখ (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বালিদিয়া মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আলামিন শেখ বালিদিয়া গ্রামের সামসু শেখের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সুয়েল শেখ তার চাচাতো ভাই আলামিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হন। পরে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।