ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আড়াই ঘণ্টা পর তেজকুনিপাড়ার আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

সোমবার, ১৩ মার্চ ২০২৩ , ১০:৫৯ পিএম


loading/img

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় আগুনের ঘটনা ঘটেছে। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অনেক টিনশেডের ঘর পুড়েছে। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। 

তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করলে উদ্ধার অভিযানে অংশ নেয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল। সোমবার (১৩ মার্চ) রাতে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বস্তিতে প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবারের বসবাস করেন। এ বস্তিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে। এর মধ্যে কয়েক শ’ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |