ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বাড়িতে চিরকুট ও বোমা রেখে চাঁদার হুমকি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ১১:৫৫ এএম


loading/img

মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়িতে চিরকুট ও বোমা রেখে ২০ লাখ টাকা চাঁদার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

সোমবার (১০ এপ্রিল) গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে গাংনী থানা পুলিশের একটি টিম চারটি বোমা ও চিরকুট উদ্ধার করে।

ভুক্তভোগী ব্যক্তি হলেন, গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত আবদুল মালেকের ছেলে বিশারৎ হোসেন (৪৫)। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী জানান, রোববার রাতে শয়নকক্ষের দরজার সামনে একটি প্লাস্টিকের ব্যাগে চারটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পেয়ে পুলিশকে ফোন দিই। পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। পরে এসআই মাসুদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |