ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কাদাপানিতে অর্ধেক মাথা পোঁতা ছিল বৃদ্ধের, পাশেই মৃত গরু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ০১:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্রিজের নিচের কাদাপানিতে অর্ধেক মাথা পুঁতে রাখা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ ও একটি মৃত গরু উদ্ধার করেছেন পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১০ এপ্রিল) তারাকান্দা থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ এপ্রিল) রাত ৮টায় ময়মনসিংহ-ফুলপুর সড়কে তারাকান্দা ব্রিজের নিচ থেকে মরদেহ এবং মৃত গরুটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তি তারাকান্দা দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে বাজিত আলী (৫৫)। তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে মুরগি কিনে তারাকান্দা বাজারে বিক্রি করতেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বাজিত রোববার সকালে ঘাস খাওয়াতে দুটো গরু নিয়ে বাড়ি থেকে বের হন। ঘণ্টাখানেক পর একটি গরু একাই দৌঁড়ে বাড়িতে ফিরে আসে। এ সময় বাড়ির লোকজন মনে করে কিছুক্ষণ পর বাজিত অন্য গরু নিয়ে বাড়িতে ফিরবেন। তবে সকাল গড়িয়ে দুপুর হলেও বাজিত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। পরে একই দিন সন্ধ্যার পর তারাকান্দা বাজারে ওঠার আগে ব্রিজের নিচে একটি মরদেহ ও একটি গরু মৃত অবস্থায় পড়ে আছে বলে সংবাদ ছড়ায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল খায়ের জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাজিতের মাথা অর্ধেক এবং তার পাশে গরুর মাথা কাদাপানিতে পুঁতে রাখা ছিল। হত্যার পর মাথা পুঁতে রাখা হয়েছে কি না, বিষয়টি বোঝা যাচ্ছে না। বৃদ্ধের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডিবি পুলিশ ও সিআইডি কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |