ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শ্বশুরবাড়িতে জামাতার মৃত্যু, শাশুড়ি-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ , ০৪:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় শ্বশুরবাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৫ এপ্রিল) ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাদের আদালতে পাঠানো হয়।

নিহত ব্যক্তি ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন (২৪)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নিহতের স্ত্রী রুপা আক্তার (২১) ও শাশুড়ি রোকেয়া খাতুন (৪৮)। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সুমনের সঙ্গে পার্শ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলাপট্রি গ্রামের জামালের এক বছর আগে রুপার (২১) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে শ্বশুরবাড়িতে সুমন গেলে সেখানে রাত ৮টায় তার রহস্যজনক মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় সুমনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ভূল্লী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এজাহার দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সুমনের স্ত্রী ও শাশুড়িকে (৪৮) গ্রেপ্তার করে আদালতে পাঠান। 

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, শ্বশুরবাড়িতে এক যুবকের মৃত্যুর ঘটনার অভিযোগে তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |