ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজধানীতে ফের আগুন

আরটিভি নিউজ

রোববার, ১৬ এপ্রিল ২০২৩ , ১০:৫০ পিএম


loading/img

এবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুন লেগেছে। রোববার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিটের আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

এরশাদ হোসাইন বলেন, শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার কারণ বা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানতে পারেননি এই কর্মকর্তা।
 
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৩৮ মিনিটে হাজারীবাগের রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

দুই সপ্তাহ আগে একইভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |