ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ , ০৮:৫৪ পিএম


loading/img
ফাইল ছবি

মাগুরায় এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ এপ্রিল) শালিখা থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধনেশ্বরগাতি গ্রামের বিপুল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (৩০) ও গোস্টো গোপাল বিশ্বাসের ছেলে গৌতম বিশ্বাস (২৮)।

বিজ্ঞাপন

শুক্রবার ভোরে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শালিখা থানায় মামলা করেছেন তার স্বামী। অভিযোগে বলা হয়েছে, শুক্রবার ভোর রাত ৪টার দিকে শূকর বিক্রি করতে স্থানীয় একটি স্কুল মাঠে যান ওই নারীর স্বামী। এরপর ভোরের দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর স্বামী জানতে পেরে থানায় মামলা করেন।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ভুক্তভোগী নারীর স্বামী মামলা করার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |