ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে গভীর রাতে ঘরের টিন কেটে কৌশলে ঘরে ঢুকে এগারো মাসের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম শেখ (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. আব্দুর রহমান ঢালী।

অভিযুক্ত ধর্ষক সাইফুল ইসলাম শেখ ধামরাই বড়চন্দ্রাইল এলাকার মৃত আফসার মিস্ত্রির ছেলে। তিনি মো. নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

বিজ্ঞাপন

এ ঘটনায় রোববার (২৮ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূর পরিবার ধামরাই থানায় সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে, গত ২৭ ডিসেম্বর রাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় মো. আব্দুল খালেকের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় থানায় মামলা হলে ২৯ ডিসেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে বড় চন্দ্রাইল এলাকা থেকে তাকে আটক করে।

মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ভুক্তভোগী স্বামী সন্তান নিয়ে বড়চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগীর স্বামী আশুলিয়া থানার বাইপাইল এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে স্বামী নাইট ডিউটি করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। এরপর ভুক্তভোগী ওই নারী সন্তানকে নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ঘরের টিন কেটে সাইফুল ইসলাম শেখ শয়ন কক্ষে প্রবেশ করে ১১ মাসের সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে জোরপূর্বক ধর্ষণ করেন ওই নারীকে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান ঢালী বলেন, ‘১১ মাসের সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম শেখকে আটক করা হয়। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |