সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার দিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
বুধবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে উপস্থিত থেকে তিনি রাজাপুর ও কাঁঠালিয়ার তিন হাজার তিনশত মানুষের মাঝে এ উপহার তুলে দেন। ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি এসব মানুষ প্রাণভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করেছেন।
মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে কেন্দ্রীয় এই আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির বলেন, সুখে-দুঃখে, বিপদে-আপদে সব সময় এভাবেই আছি এবং থাকবো। আমাকে যদি এমপি নাও করা হয় তাহলেও আমার বাবার কাছে ওয়াদা আমি সারা জীবন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করে যাবো, রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের পাশে থাকবো।