ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চলন্ত রিকশার ওপর পড়ল কনটেইনার, নিহত ২ 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ মে ২০২৩ , ০২:৫০ পিএম


loading/img

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় চলন্ত লরি থেকে কনটেইনার ছিটকে পাশে থাকা রিকশার ওপর পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালক।

বিজ্ঞাপন

বুধবার (১০ মে) ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পৌনে বারোটার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি রিকশার ডানপাশে ছিল, হঠাৎ কন্টেইনারটি রিকশার ওপর পড়ে যায়। দুটি যানই চলন্ত ছিল।

বিজ্ঞাপন

এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, এম এ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেনে একটি লরি থেকে কনটেইনার ছিটকে পাশে থাকা একটি চলন্ত রিকশার ওপর পড়ে। এ সময় চাপা পড়ে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও গুরুতর আহত হন রিকশাচালক। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কনটেইনারের নিচ থেকে দু’জনের মরদেহ এবং রিকশাচালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কনটেইনারচাপায় রিকশাটি দুমড়েমুচড়ে গেছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |