ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আরেকজনের বউ নিয়ে লাপাত্তা ইউএনও অফিসের কর্মচারী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

রোববার, ২১ মে ২০২৩ , ১০:১১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউএনও অফিসের কর্মচারী রানা হরিজন আরেকজনের বউ নিয়ে লাপাত্তা।

বিজ্ঞাপন

রোববার (২১ মে) পৌরসভার ৩নং ওয়ার্ডের হরিজন পল্লীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

হরিজন পল্লীর গাবুল হরিজনের ছেলে রানা হরিজন। সে আখাউড়া উপজেলা কার্যালয়ে পরিছন্ন কর্মচারী হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কুশমী হরিজনের পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার ভাতিজা আকাশ বাসফোর। 

তিনি বলেন, আমার চাচাতো বোন ৯ম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারী রানা হরিজন বিভিন্নভাবে হয়রানি ও ব্ল্যাকমেল করে আসছিল। সে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিবাদ করায় আমাদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। রানার পরিবারের অভিভাবক তার বড় দুই ভাইকে বিষয়টি জানালে তারাও কোনো পদক্ষেপ নেয়নি।

আকাশ বাসফোর বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় সমাজপতি বরাবর অভিযোগ জানালে তারা একাধিকবার রানা হরিজনের বিচার করে মীমাংসা করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

বিজ্ঞাপন

রানা হরিজনের বাবা গাবুল হরিজন বলেন, আমার ছেলেকে নিয়ে ওই মেয়ে পালিয়েছে। এখন কোথায় আছে আমরা কেউ জানি না।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম বলেন- কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরেও সে তার প্রেমিক রানার সঙ্গে পালিয়ে গেছে। তাদের উদ্ধারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, অভিযুক্ত রানা হরিজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |