কিশোরগঞ্জ শহরের আন্তজেলা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৪ মে) রাত পৌনে ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুরিরচর এলাকার আব্দুল হাসিমের ছেলে মো. কামরুল ইসলাম (৩৪)।
জানা গেছে, বুধবার রাত ৯টায় দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা পুলিশ ও ফায়ার সার্ভিসে সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা টয়লেটের দরজা কেটে কামরুলের মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। এনআইডি কার্ডের ফটোকপির সূত্র থেকে তার পরিচয় পাওয়া যায়।
কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম জানান, বুধবার রাতে জানতে পারি কোনো এক ব্যক্তি বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের পড়ে আছেন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে টয়লেটের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় পাওয়া যায়। সে আমাদের বাসস্ট্যান্ডেরই কোনো বাসের শ্রমিক।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, বুধবার রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসি। পরে টয়লেটের দরজা কেটে শ্রমিকের মরদেহ উদ্ধার করি।