বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৭ মে) দুপুরে বুয়েটের পাশের ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা সংবাদমাধ্যমকে বলেন, বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পড়ে থাকার সংবাদ পাই। পরে আমরা নবজাতককে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছেন তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।