ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

খুলনা সিটি নির্বাচন

ভোটকেন্দ্রের সামনে ভিড় করায় ৪ জনকে দণ্ড

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ জুন ২০২৩ , ০২:০৬ পিএম


loading/img

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে ভিড় করায় চারজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (১২ জুন) দুপুরে ১৮নং ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাইস্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, সোমবার দুপুরে ভোটকেন্দ্রে আকরাম হোসেন নামে একজনকে ৫০০ টাকা জরিমানা। তবে আব্দুস সামাদ, তাওহীদুল ইসলাম ও মিরাজুল ইসলামকে অন্য এলাকায় প্রবেশ না করার শর্তে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, সোমবার দুপুরে চারজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ১৭নং ওয়ার্ডের ভোটার। তারা ১৮নং ওয়ার্ডে প্রবেশ করে ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করছিল। পরে তাদের জরিমানা ও মুচলেকা করা হয়েছে।

উল্লেখ্য, সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত এসএম সাব্বির হোসেন (গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি)।

এ ছাড়াও ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |