ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রায়পুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে খুন 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ জুন ২০২৩ , ০২:২০ পিএম


loading/img
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতসআলী বাজারে এক নৈশপ্রহরীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার (১২ জুন) অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১১ জুন) রাত ২টায় ওই বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল করিম (৪৫)। 

বিজ্ঞাপন

জানা গেছে, করিম ও আসাদ নামে দুজন নৈশপ্রহরী বাজার পাহারা দিত। রোববার রাতেও তারা বাজারের দুই মাথায় দুজনে পাহারায় বসেছিল। পরে আসাদ করিমের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় করিমের পাহারা দেওয়ার স্থানে যায়। এ সময় সেখানে তাকে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সংবাদ দেন।

নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই সালাম জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, একাধিকবার বাজারটিতে চোর চক্র হানা দিলেও নিরাপত্তা প্রহরীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |