ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লাঠির আঘাতে কিশোরকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৮ জুন ২০২৩ , ১২:১১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গায় লাঠির আঘাতে রুবেল শেখ (১৪) নামে এক কিশোরকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের একটি খেজুর বাগান থেকে তার (রুবেল) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় সোহাগ আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত রুবেল শেখ সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন শেখের ছেলে। আটক সোহাগ আলী একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযুক্ত সোহাগ আলী ভ্যানচালক রুবেলকে দশমাইল বাজারে ভাড়ায় নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। এ সময় প্রলোভন দেখিয়ে কৌশলে মর্তুজাপুর গ্রামের মাঠের ভেতরে নিয়ে লাঠি দিয়ে মাথায় একাধিক আঘাত করে রুবেলকে হত্যা করে সোহাগ। হত্যাকাণ্ড শেষে মাঠের একটি খেজুর বাগানের ভিতর তার মরদেহ গামছা ও ঘাস দিয়ে ঢেকে রাখে। পরে ভ্যানটি নিয়ে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে বিক্রি করতে যায় সোহাগ। সেখানে বিক্রেতার বিভিন্ন প্রশ্নের জবাবে একপর্যায়ে ধরা খেতে হবে বুঝতে পেরে ভ্যানটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে ওই বাজারে পৌঁছে ভ্যানের গায়ে লিখিত মোবাইল নাম্বারের সূত্র ধরে মঙ্গলবার রাতে সোহাগকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদল্লাহ আল মামুন জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সোহাগ। তার দেখানো স্থান থেকে কিশোর রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |