ঢাকাশুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

‘নির্বাচনে বিদেশিদের বাধা দেওয়ার সুযোগ নেই’

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ জুলাই ২০২৩ , ০৭:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, বিদেশিদের নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ নেই। তাই মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

শনিবার (১ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলায় সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহমেদ আলী প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |