ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ফকিরাপুলে মেস থেকে মৃতদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শনিবার, ০১ জুলাই ২০২৩ , ১০:৫৯ পিএম


loading/img

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, ফকিরাপুলের গরম পানি গলি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে নুরুজ্জামান (৪৭) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা করেন। চিকিৎসক জানান আরও আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাড়ির কেয়ারটেকার লোকমান হোসেনের ছেলে হারেজ জানান, দ্বিতীয় তলা বাড়িটি এক ব্যক্তি ভাড়া নিয়েছেন। তিনি মেস হিসেবে বেশ কয়েকজনকে ভাড়া দেন। এর মধ্যে নুরুজ্জামান একজন। তিনি সিট ভাড়া নিয়ে এখানে থাকতেন।

ঈদের ছুটিতে মেসের সবাই বাড়ি গেলেও নুরুজ্জামান এখানেই ছিলেন। সকাল থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মৃত নুরুজ্জামানের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায় বলে জানা গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |