ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

তিস্তা নদীতে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ জুলাই ২০২৩ , ০৫:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৯ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। 

উদ্ধার ব্যক্তি হলেন শফিকুল ইসলাম (৫০)। এখনো নিখোঁজ রয়েছেন আহেদুল ইসলাম (৪০) ও ফজলুর রহমান (৫৫)। তারা তিনজনই পেশাদার দিনমজুর। 

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ডুবুরি দল বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |