ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ জুলাই ২০২৩ , ১১:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় তাহের আহমেদ তন্ময় (১৭) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাহের আহমেদ তন্ময় নারায়ণগঞ্জ কমার্স কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

তন্ময়ের বাবা মো. সম্রাট মিয়া জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার ঘোলাইল এলাকায় ভাড়া থাকেন তারা। দুই ভাইবোনের মধ্যে তন্ময়  বড় ছিল এবং এলাকাতেই কোচিং করতো। বিকেলে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ভোলাইল কেন্দ্রীয় মসজিদের পাশে রাস্তায় একটি ট্রাক তন্ময়কে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তন্ময়কে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাহের আহমেদ তন্ময়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |