ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ভুল ঠিকানায় বরের হেলিকপ্টার, উৎসুক জনতার ভিড়

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জুলাই ২০২৩ , ০১:৫২ এএম


loading/img

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামে হেলিকপ্টারে করে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় অবতরণ করে। পরে ঠিকানা সংগ্রহ করে হেলিকপ্টারটি সঠিক গন্তব্যে ফিরে যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে হোসেনপুর পৌর এলাকার ৩৪ নম্বর ধুলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে হেলিকপ্টারে করে এক যুবক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারি গ্রামে বিয়ে করতে আসেন। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধুলজুরী গ্রামে অবতরণ করে। পরে ঠিকানা সংগ্রহ করে আনুমানিক ১৫ মিনিট অবস্থানের পর হেলিকপ্টারটি গন্তব্যে যায়। হেলিকপ্টারটিতে বরসহ চারজন যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে হেলিকপ্টার অবতরণের খবর পেয়ে ধুলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে উৎসুক জনতার ভিড় করেন।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, উপজেলার চরকাটিহারি গ্রামে তার প্রতিবেশী কামাল মিয়ার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহে যাওয়ায় বিয়েতে থাকতে পারেননি।

তিনি বলেন, বরের হেলিকপ্টারটি সঠিক স্থান খুঁজে পেতে অন্য আরেকটি জায়গায় কিছুক্ষণের জন্য অবতরণ করেছিল। পরে অবশ্য সঠিক ঠিকানায় গিয়ে বিয়ে করে কনেকে নিয়ে সন্ধ্যার আগে বরের বাড়িতে ফিরে যায়। কনের বাবা কামাল মিয়া তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |