নাটোর শহরের বলারিপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় এক যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৪ জুলাই) নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মিঠুন আলী। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
আহত মিঠুনের স্বজনরা জানান, মিঠুন রোববার রাতে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে সভা শেষে কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিল। পরে বলারী পাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের চোখেমুখে মরিচের গুঁড়া মেশানো পানি ছিটিয়ে দেয়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে ও পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে মিঠুনের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, রোববার রাতে ওই হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।