ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দোকান থেকে দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ , ০৫:৫০ পিএম


loading/img
এল. আর. প্লাজাস্থ মোবাইল মেলা দোকান

ব্রাহ্মণবাড়িয়ায় শহরে দুটি মোবাইল ফোনের দোকান থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে শহরের কালীবাড়ি মোড় এলাকার এল আর প্লাজাস্থ মোবাইল মেলা নামে দুইটি দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

দোকান দুটির মালিক জিসান জানান, সকালে দোকানের কর্মচারীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। পরে দোকানে এসে দেখেন দোকান থেকে আইফোনসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের অন্তত ২০০ স্মার্টফোন চুরি হয়েছে। এর মধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রোসহ বিভিন্ন দামি ফোন রয়েছে। চুরির ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছেন জিসান।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। ইতোমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া ফোনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |