ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীকে দেখতে হুইলচেয়ারে মহাসমাবেশে ভাষাসৈনিক

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ আগস্ট ২০২৩ , ০৩:০০ পিএম


loading/img

প্রায় সাড়ে চার বছর পর মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হুইলচেয়ারে করে বদরগঞ্জ থেকে মহাসমাবেশে এসেছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)। 

বিজ্ঞাপন

বুধবার (২ আগস্ট) বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে রংপুরে পৌঁছান তিনি।

এর আগে দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

বিজ্ঞাপন

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতেই সমাবেশে এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট নেই। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |