কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন এক গৃহবধূ।
বুধবার (২ আগস্ট) উপজেলার সাবরাংয়ের বেইঙ্গা পাড়ায় এ ঘটনায় ঘটে।
নিহত গৃহবধূ রুমানা রুনি (২৮) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত নজির আহমদের মেয়ে ও সাবরাং ইউনিয়নের বেইঙ্গাপাড়ার আবদুর রাজ্জাকের স্ত্রী।
এ ঘটনায় ফায়ার সার্ভিস পুকুর থেকে রুমানার মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি এক সন্তান মো. ইয়াছিনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে চল্লিশ দিন বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলপতি (অতিরিক্ত দায়িত্বে) উত্তম কুমার ব্যানার্জি গণমাধ্যমকে বলেন, মাসহ এক সন্তানকে উদ্ধার করা হয়েছে। তবে মা মারা গেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর বিষয়টি নিশ্চিত করেছেন।