ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ , ০১:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ ফরিদকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি বলেন বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর বাজার এলাকা থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নোয়াখালীতে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। বসুরহাট ও চাপরাশিরহাট রাজাকার ক্যাম্প থেকে পাকিস্তানি সেনা ও যুদ্ধাপরাধী শেখ ফরিদসহ ১০০ থেকে ১২০ জন সশস্ত্র রাজাকার মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছয়জন মুক্তিযোদ্ধা, একজন পথচারী ও দুজন অজ্ঞাত ব্যক্তি মারা যান। সে সময় শেখ ফরিদসহ অন্যান্য যুদ্ধাপরাধীরা ধানখেতে লুকিয়ে থাকা নিরস্ত্র মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে গুলি করে হত্যা করেন।

বিজ্ঞাপন

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ২০১৭ সালে শেখ ফরিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |