ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

হাত-মুখ বেঁধে বাড়ির উঠানে ফেলে রাখা হয়েছিল মাদরাসাছাত্রকে

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১২ আগস্ট ২০২৩ , ০৬:১০ পিএম


loading/img
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে হাত-মুখ বাঁধা অবস্থায় এক মাদরাসাছাত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার।

বিজ্ঞাপন

শনিবার (১২ আগস্ট) ডাব্রি গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদরাসার প্রধান মওলানা আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের পাঁচঘনিয়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্র হলেন, পাঁচঘরিয়া হাজিপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে রহিদুল ইসলাম (১৪)। তিনি স্থানীয় ডাব্রি গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করেন।

বিজ্ঞাপন

মাদরাসার প্রধান মওলানা আলী হোসেন বলেন, শনিবার ভোরে মাদরাসার সকল ছাত্রকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছিল। এ সময় রহিদুল ইসলাম বাথরুমে গিয়ে আর ফেরেনি। পরে জানতে পারি তাকে তার বাড়ির উঠান থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ছাত্রের সঙ্গে কথা বলে জানতে পারি, শনিবার ভোরে তাকে দুজন কালো বোরকা পরা মানুষ তুলে নিয়ে যায় ও হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে প্যাঁচিয়ে বাড়ির উঠানে ফেলে রেখে যায়। পরে তার মা ফজরের নামাজ পড়তে ওঠে ছেলেকে দেখতে পায়। 

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, শনিবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্ত করছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |