ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ , ১২:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটো ভ্যানচালককে গলা কেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার রামাগাড়ী বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্যানচালকের নাম আবু তালেব (৪৫)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

বিজ্ঞাপন

ভ্যানচালকের স্ত্রী মাবিয়া বেগম বলেন, রাত ৮টার দিকে চারজন যাত্রী নিয়ে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারের উদ্দেশ্যে রওনা দেন তার স্বামী। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর ভ্যানে থাকা ব্যক্তিরা আবু তালেবকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ওই হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তার গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আবু তালেবকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |