ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

কিশোর গ্যাংয়ের তাণ্ডব : আ.লীগ অফিস ভাঙচুরসহ ১২ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০৮:৩৬ এএম


loading/img

নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসাবাড়িতে লুটপাট এবং রূপগঞ্জ থানার এসআই মারুফসহ প্রায় ১০ থেকে ১২ জনকে কুপিয়ে আহত করেছে তারা।

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) রাতে সাব্বির ও নেসার তাদের বাহিনীর অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে ওই এলাকায় তাণ্ডব চালায়। পরে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ সময় তারা সড়কের পাশে বেশ কয়েকটি দোকান ও বাসাবাড়িতে হামলা চালায়। পরে রাস্তায় যাকে কাছে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

এদিকে মধ্যেই রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদা পোশাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে তার হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। 

বিজ্ঞাপন

১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, শনিবা রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষের লোকজনকে খুঁজতে এসেছিল। এ সময় তাদের না পেয়ে এলাকার সাধারণ মানুষকে মারধর ও দোকানপাট ভাঙচুর করেছে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |