দিনাজপুরের হাকিমপুর উপজেলায় রেললাইন দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে বুকিং সহকারী নিহত হয়েছেন।
রোববার (২০ আগস্ট) হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার সময় হিলির ডাঙ্গাপাড়া এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস টেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।
নিহত ব্যক্তি উপজেলা পারগোবিন্দপুর এলাকার তোরাব হোসেনের ছেলে নয়ন বাবু (৩৭)। তিনি হিলি রেলস্টেশনের সহকারী টিকিট বুকিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসআই রফিকুল ইসলাম জানান, নয়ন রোববার সকালেও সে হিলি রেল স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে অটোতে করে নিজবাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হয়। পরে ডাঙ্গাপাড়া রেলস্টেশন এলাকায় অটো থেকে নেমে একা রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় ওই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।