ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মতলবে হেরোইনসহ আটক ৩

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সোমবার, ২১ আগস্ট ২০২৩ , ০৯:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর থেকে ১০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বদরপুর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল করিম (৩৮), আব্দুল বারেক ফকিরের ছেলে রাসেল ফকির (২৮), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইঘর এলাকার মঈন উদ্দিন চৌধুরীর ছেলে শিমুল (৩১)। 

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে একটি চক্র মতলবের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় অভিযান চালিয়ে লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |