ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ : রেল চলাচল শুরু

আরটিভি নিউজ

রোববার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলের অস্থায়ী শ্রমিকদের ধর্মঘটে চার ঘণ্টা বন্ধ ছিল ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। পরে রেলপথ অবরোধ করে রাখা শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে ট্রেন চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় মালিবাগ রেললাইনে এ ঘটনা ঘটে।

এর আগে, অস্থায়ী শ্রমিকেরা সকাল ১০টার দিকে ঢাকার মালিবাগে রেললাইনে উঠে কর্মসূচি পালন শুরু করলে রাজধানীর সঙ্গে দেশের বেশ কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন।

জানা গেছে, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথমন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোনো সমাধান না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

বিভিন্ন সময় অন্তত ৭ হাজার শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয় রেলওয়ে। ১০ থেকে ১৫ বছরেও স্থায়ী হননি অনেকের। উল্টো আউটসোর্সিংয়ের শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ৫ মাস ধরে বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রেলওয়ে পুলিশ তাদের দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময়ের মধ্যে তারা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |