ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বসতঘরে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ০৪:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জামগ্রাম গ্রামের দিনমজুর আরিফের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার মেয়ে আফরোজা (১০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মা ও মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী আরিফকে খবর দেয়। পরে আরিফ দরজা খুলে দেখে তার স্ত্রী ও মেয়ে ঘরে থাকা কাঠের আড়ার সঙ্গে ঝুলছে। এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

আত্রাই থানার ইনচার্জ (ওসি) তারেকুর ইসলাম তারেক জানান, জামগ্রাম এলাকার দিনমজুর আরিফের ঘর থেকে তার স্ত্রী ও সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক তদন্তের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |