রাজধানীর কাজলা থেকে আব্দুল হান্নান নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এসআই কাউসার আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে কাজলার নয়ানগর পুলিশ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নির্মাণ শ্রমিক আব্দুল হান্নানের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই আবদুল মান্নান বলেন, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ভাইকে খান প্যালেসের গাড়ি পার্কিংয়ের স্থানে রেখে বাসায় যাই। শনিবার সকালে ফিরে এসে দেখি সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে হান্নান ভাই। পরে যাত্রাবাড়ী থানায় খবর দেই।
এসআই কাউসার আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মৃত হান্নান শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঋণগ্রস্তও ছিলেন তিনি। ধারণা করা হয়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত হান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দামলা গ্রামের মৃত আ. মতিনের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় থাকতেন। তার পরিবার গ্রামে থাকে।